Thank you for trying Sticky AMP!!

পদার্থবিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৩৭. 5 kg ভরের তুলা ও 5 kg ভরের পাথরকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোনটি ভূমিতে আগে পৌঁছাবে?

ক. তুলা

খ. পাথর

গ. দুটো একই সঙ্গে

ঘ. ভিন্ন ভিন্ন সময়ে

৩৮. অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কী রূপ হবে?

ক. সুষম ত্বরণ

খ. অসম ত্বরণ

গ. ঋণাত্মক ত্বরণ

ঘ. মহাকর্ষ ত্বরণ

৩৯. স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে চার গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে?

ক. 1/4 খ. 1/2

গ. 1 ঘ. 4

৪০. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর—

i. বেগ সময়ের সমানুপাতিক

ii. বেগ দূরত্বের সমানুপাতিক

iii. অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪১. মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে?

ক. 8 খ. 18

গ. 24 ঘ. 36

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৭. গ ৩৮. ক ৩৯. গ ৪০. খ ৪১. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল