Thank you for trying Sticky AMP!!

পাসের হার কমেছে খুলনায়, ফলাফলে এগিয়ে মেয়েরা

পিইসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শনিবার দুপুরে সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় থেকে ছবিটি তোলা। খুলনা, ৩০ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন।

খুলনায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গত বছরের চেয়ে পাসের হার কমেছে। তবে বোর্ডে জেলার অবস্থান বিচারে দুই ধাপে এগিয়েছে খুলনা। আজ শনিবার প্রকাশিত ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

যশোর বোর্ড সূত্রে জানা গেছে, জেএসসিতে খুলনায় পাসের হার ৮৬ দশমিক ০১ শতাংশ। গত বছর খুলনায় পাসের হার ছিল ৯৫ দশমিক ৭১ শতাংশ। গত বছর বোর্ডে খুলনা জেলার অবস্থান পঞ্চম থাকলেও, এবার তৃতীয়।

বোর্ড সূত্রে আরও জানা গেছে, এ বছর খুলনার ৫৪টি কেন্দ্রে ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় ৩০ হাজার ১৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ২৫ হাজার ৯৭৪ জন। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ২২ হাজার ৩। এ বছর তা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১২ জনে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে আছে মেয়েরা।

এদিকে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খুলনায় ২০১৭ সালে ৩৬ হাজার ৭৯০ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৫৯০ জন। পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯১৩ জন শিক্ষার্থী। তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে।