Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন

সততার পুরস্কার

২৭. ইচ্ছেমতো জিনিস নেওয়ার জন্য আগের অন্ধ ব্যক্তি ফেরেশতাকে কার কসম দিয়েছিল?

ক. নিজের খ. সুলতানের

গ. আল্লাহর ঘ. মায়ের

২৮. উপযুক্ত আচরণের জন্য আল্লাহ কার প্রতি খুশি হয়েছিলেন?

ক. ফেরেশতার খ. অন্ধ ব্যক্তির

গ. ধবল রোগীর ঘ. টাকওয়ালার

২৯. অন্ধ ব্যক্তি ব্যতীত বাকিদের ওপর আল্লাহ কী হয়েছিলেন?

ক. ক্ষিপ্ত খ. বেজার

গ. রুষ্ট ঘ. বিরক্ত

৩০. ফেরেশতা ইহুদিদের কী পরীক্ষা করতে এসেছিলেন?

ক. সততা খ. ক্ষমতা

গ. ধৈর্য ঘ. অহমিকা

৩১. ‘সততার পুরস্কার’ গল্পে কিসের জয় হলো?

ক. দরিদ্রতার খ. সততার

গ. ভীরুতার ঘ. সাহসিকতার

৩২. হজরত মুসা (আ.) প্রবর্তিত ধর্মের অনুসারীদের কী বলা হয়?

ক. বৌদ্ধ খ. ইহুদি

গ. খ্রিষ্টান ঘ. সনাতন

৩৩. ‘সর্বাঙ্গ’ অর্থ কী?

ক. সারা দেশ খ. সারা শরীর

গ. সারা মন ঘ. সারা অঙ্গ

৩৪. ‘নূর’ শব্দের অর্থ কী?

ক. চরিত খ. জ্যোতি

গ. মোম ঘ. ভীতি

৩৫. ‘বেজার’ অর্থ কী?

ক. দোহাই খ. খুশি

গ. খুব ঘ. অখুশি

৩৬. ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিলেন?

ক. সাহায্য নেওয়ার জন্য

খ. পরীক্ষা নেওয়ার জন্য

গ. শিক্ষা দেওয়ার জন্য

ঘ. মূল্যায়ন করার জন্য

৩৭. মুহাম্মদ শহীদুল্লাহ ‘সততার পুরস্কার’ গল্পে কী তুলে ধরেছেন?

ক. ফেরেশতাদের কাহিনি

খ. হাদিসের কাহিনি

গ. ইহুদিদের কাহিনি

ঘ. প্রাচীন রূপকথা

সঠিক উত্তর:

সততার পুরস্কার: ২৭. গ ২৮. খ ২৯. খ ৩০. ক ৩১. খ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. খ ৩৭. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল