Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায় ২

২৮. বাংলা ভাষায় যেসব ভাষার মিশ্রণ রয়েছে?

i. আরবি

ii. সংস্কৃতি

iii. আর্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন অটুট হওয়ার কারণ কী?

ক. গ্রামের মানুষ সহজ সরল

খ. লেখাপড়া কম জানে

গ. বেশির ভাগ কৃষিজীবী

ঘ. বিভিন্ন অনুষ্ঠানে একত্র হয়

৩০. কারা যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে?

ক. গ্রামের মানুষ খ. শহরের মানুষ

গ. ধনী মানুষ ঘ. গরিব মানুষ

৩১. কোনটিকে কেন্দ্র করে বাংলাদেশে একসময় ব্যবসা-বাণিজ্য শুরু হয়?

ক. শহর খ. নগর

গ. গ্রাম ঘ. মফস্বল

৩২. কোন দেশকে একসময় একটি বড় গ্রাম বলা হতো?

ক. চীন খ. সিঙ্গাপুর

গ. বাংলাদেশ ঘ. লিবিয়া

৩৩. মানুষ যা করে, যা ভাবে এমন সবকিছুকে কী বলা হয়?

ক. প্রথা খ. সভ্যতা

গ. সংস্কৃতি ঘ. রীতিনীতি.

৩৪. গ্রামীণ জীবন সাধারণত কিসের সঙ্গে জড়িত?

ক. শিল্প খ. কৃষি

গ. ব্যবসা ঘ. চাকরি

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৮. ঘ ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. গ ৩৩. গ ৩৪. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা