Thank you for trying Sticky AMP!!

বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

অতিথির স্মৃতি

১. ‘অতিথির স্মৃতি’ গল্পটির লেখক কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপ্যাধ্যায়

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. মানিক বন্দ্যোপ্যাধ্যায়

২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৭৪ খ. ১৮৭৫

গ. ১৮৭৬ ঘ. ১৮৭৭

নিচের উদ্দীপকটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান পশুপাখির সাথে সৌহার্দ্য স্থাপন করেছিলেন। তাঁর বাসভবনে অনেক হিংস্র প্রাণীও ছিল, যেগুলো হিংস্রতা ভুলে গিয়ে শান্ত হয়েছিল।

৩. উদ্দীপকের মূল বক্তব্যের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?

ক. মহত্ত্বের কাছে হিংস্রতা হার মানে

খ. মানবেতর প্রাণী হিংস্র হয়

গ. হিংস্র প্রাণী কখনো শান্ত হয় না

ঘ. তুচ্ছ জীবকে তাচ্ছিল্য করা উচিত

৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?

ক. অপরাজেয় কথাশিল্পী

খ. রূপসী বাংলার কবি

গ. সাহিত্যসম্রাট

ঘ. কাব্যবিশারদ

৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?

ক. এই সমাজ, দেবদাস

খ. গৃহদহন

গ. দেনাপাওনা, পথের শেষ

ঘ. শ্রীকান্ত, দেবদাস

৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

গ. সোরবন বিশ্ববিদ্যালয়

ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

গ. সোরবন বিশ্ববিদ্যালয়

ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

৮. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?

ক. দেনা পাওনা খ. বড়দিদি

গ. পথের দাবি ঘ. শেষ প্রশ্ন

৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে—

ক. ঢাকায় খ. দেওঘরে

গ. ভাগলপুরে ঘ. কলকাতায়

নিচের উদ্দীপকটি পড়ে ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কন্যাসন্তান জন্ম নেওয়ায় সামাদ মিয়া অত্যন্ত খুশি। এ উপলক্ষে তিনি প্রতিবেশীদের দাওয়াত করেছেন। অনুষ্ঠানের দশ দিন আগে তিনি একটি বড় ছাগল কিনে এনেছেন। কিন্তু সামাদ মিয়ার ছেলে আশিক ছাগলটি জবাই করতে দেয় না। কারণ আশিককে দেখলেই ছাগলটি ‘ম্যাঁ’ ‘ম্যাঁ’ করে। ছাগলটির সঙ্গে আশিকের মধুর সম্পর্ক গড়ে উঠেছে। বাধ্য হয়ে সামাদ মিয়া মাংস কিনে এনে অনুষ্ঠান করেন।

১০. উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বক্তব্যে মিল কোথায়?

ক. অবলা জীবের জন্য কাতর না হওয়া

খ. ছাগলটি জবাই করতে না দেওয়া

গ. নিষ্ঠুরতা পরিহার করা

ঘ. তুচ্ছ প্রাণীর জন্য উদ্বিগ্ন না হওয়া

সঠিক উত্তর

অতিথির স্মৃতি: ১. গ ২. গ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল