Thank you for trying Sticky AMP!!

বেগম রোকেয়ায় ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সময়সূচি অনুযায়ী, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ১৩ নভেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ নভেম্বর হবে। ‘এ’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে মোট চারটি শিফটে—সকাল ৯টা, বেলা সাড়ে ১১টা, ২টা ও বিকেল ৪টা।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ১৫ নভেম্বর দুই শিফট—সকাল ৯টা ও বেলা সাড়ে ১১টায় হবে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ১৬ নভেম্বর তিন শিফট—সকাল ৯টায়, বেলা সাড়ে ১১টায় ও ২টায় হবে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে সকাল ৯টা ও বেলা সাড়ে ১১টায়। ‘এফ’ ইউনিটের পরীক্ষা হবে বেলা ২টা ও বিকেল ৪টায়।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এ-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগামী ৬ নভেম্বর থেকে ডাউনলোড করা যাবে।