Thank you for trying Sticky AMP!!

বোর্ডে এবারও সিলেট সেরা

সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর থেকে চার জেলার মধ্যে সব সময় শীর্ষে অবস্থান করে এসেছে। এবারও ব্যতিক্রম হয়নি। পাসের হার ও জিপিএ-৫ দুদিক দিয়েই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এই জেলায় পাসের হার ৭৩ দশমিক ৩০। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৭ জন।

সিলেট জেলায় এ বছর ২৬ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছেন ১৯ হাজার ৩৪৮ জন।

পাসের হারে দ্বিতীয় সুনামগঞ্জ। এই জেলায় পাস করেছেন ৬৯ দশমিক ২০ শতাংশ। তবে জিপিএ-৫ অর্জনের দিক থেকে সুনামগঞ্জ রয়েছে সবার নিচে। মাত্র ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এই জেলায় ১১ হাজার ১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ৭১৭ জন।

বোর্ডে তৃতীয় হয়েছে হবিগঞ্জ। এই জেলায় পাসের হার ৬৭ দশমিক ২০। জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন। ১২ হাজার ৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮ হাজার ১০৯ জন।

মৌলভীবাজার ৬০ দশমিক ৬২ শতাংশ পাস নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে। বোর্ডে দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ এসেছে এ জেলা থেকে। ১৩৪ জন জিপিএ-৫ পেয়েছেন। ১৪ হাজার ৩৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮ হাজার ৬৯৬ জন।