Thank you for trying Sticky AMP!!

ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

১৭. বিআরডিবি কোন ধরনের লোকদের প্রশিক্ষণ দেয় ?

ক. ভূমিহীনদের খ. দুস্থ ও ভূমিহীনদের

গ. দুস্থদের ঘ. মহিলাদের

১৮. পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন ২০১০ অনুযায়ী বাংলাদেশের মোট কর্মহীন লোকের সংখ্যা—

ক. ৬ লাখ খ. ১৬ লাখ

গ. ২৬ লাখ ঘ. ৩৬ লাখ

১৯. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়—

i. সঠিক পণ্য

ii. মুনাফার নিশ্চয়তা

iii.পণ্যের চাহিদা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত?

ক. চাকরি খ. শিক্ষকতা

গ. ডাক্তারি ঘ. এপিকালচার

২১. জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন—

ক. মূলধন খ. ব্যবসায়

গ. চাকরি ঘ. প্রশিক্ষণ

২২. আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান কয়টি?

ক. ৭টি খ. ৮টি

গ. ৯টি ঘ. ১০টি

২৩. বেকারত্ব বৃদ্ধি পাওয়ার কারণ—

i. কারিগরি শিক্ষার অভাব

ii. বৃত্তিমূলক শিক্ষার অভাব

iii. তাত্ত্বিক ব্যবস্থা প্রচলিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. ক