Thank you for trying Sticky AMP!!

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩ ও ৪

৩. কোনো প্রতিষ্ঠানের সকল বিভাগের পরিকল্পনাকে একত্রিত করে যে পরিকল্পনা করা হয় তাকে কী বলে?

ক. বিভাগীয় পরিকল্পনা

খ. কার্যভিত্তিক পরিকল্পনা

গ. সামগ্রিক পরিকল্পনা

ঘ. আঞ্চলিক পরিকল্পনা

৪. ‘পদ্মা সেতু নির্মাণ’ কোন পরিকল্পনার অন্তর্গত?

ক. স্থায়ী খ. স্ট্র্যাটিজিক

গ. কার্যভিত্তিক ঘ. একার্থক

৫. নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা?

ক. প্রক্রিয়া খ. কৌশল

গ. প্রকল্প ঘ. কর্মসূচি

৬. ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি কোনটি?

ক. নিয়ন্ত্রণ খ. সংগঠন

গ. পরিকল্পনা ঘ. কর্মসংস্থান

৭. সংগঠন কাঠামোকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে কী বলে?

ক. সংগঠন রিপোর্ট

খ. সংগঠন চার্ট

গ. কমিটি ঘ. কর্তৃত্ব প্রবাহ

৮. জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য কোন ধরনের সংগঠন কাঠামো উপযোগী?

ক. সরলরৈখিক খ. ম্যাট্রিক্স

গ. কমিটি ঘ. কার্যভিত্তিক

৯. কোন ধরনের সমস্যা সমাধানের জন্য স্থায়ী পরিকল্পনা তৈরি করা হয়?

ক. এককালীন খ. পুনরাবৃত্তিমূলক

গ. অসাধারণ ঘ. সাধারণ

১০. নিচের কোন সংগঠন কাঠামোর স্থায়িত্ব সবচেয়ে কম?

ক. কার্যভিত্তিক খ. সরলরৈখিক

গ. সরলরৈখিক ও উপদেষ্টা

ঘ. কমিটি

সঠিক উত্তর

অধ্যায় ৩ ও ৪: ৩. গ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা