Thank you for trying Sticky AMP!!

ভিকারুননিসায় পাসের হার ৯৯.৮৪

এসএসসির ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। বেইলি রোড, ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় ৯৯ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
আজ সোমবার এসএসসি ও সমমানের ফল বেরোনোর পর সাংবাদিকদের কাছে স্কুলের ফলাফল তুলে ধরেন ভিকারুননিসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসী বেগম।

ভিকারুননিসা থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৮২৬ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৮২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৮২ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৮১ দশমিক ২৯। তিনজন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এর মধ্যে একজন বিজ্ঞানে আর দুজন ব্যবসায়িক শিক্ষায়।

বেইলি রোডে ভিকারুননিসার মূল শাখায় আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত বছরের ফলের দিকেও আলোকপাত করেন ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম। তিনি বলেন, এসএসসিতে গত বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৮। জিপিএ–৫ পাওয়ার হার ছিল ৮৯ দশমিক ৫ শতাংশ। এবারের ফলাফল প্রসঙ্গে ফেরদৌসী বেগম বলেন, ‘ফলাফল একটু এদিক-ওদিক হবেই। আমরা এটাকে ব্যর্থতা মনে করছি না। আজকের ফলাফল আরেকটু ভালো হলে আরও ভালো লাগত।’

বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ফলাফলে দেখা যায়, এবার ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।

এ ছাড়া ছাত্রদের তুলনায় জিপিএ-৫ বেশি পেয়েছে ১ হাজার ৩৭৪ জন ছাত্রী। ৫২ হাজার ১১০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এবারের পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। পাস করেছে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন। অন্যদিকে, ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় কম ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে বেশি।