Thank you for trying Sticky AMP!!

সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৪. কে হিন্দু বিধবা বিবাহ রীতি চালু করেন?

ক. রাজা রামমোহন রায়

খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. এ কে ফজলুল হক

৫. দানশীলতার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক. Charity খ. Charited

গ. Charitas ঘ. Donation

৬. কোন সময় সতীদাহ উচ্ছেদ আইন পাস হয়েছিল?

ক. ১৮২৯ সালের ৪ জানুয়ারি

খ. ১৮২৯ সালের ৪ মার্চ

গ. ১৯২৯ সালের ১৪ নভেম্বর

ঘ. ১৮২৯ সালের ৪ ডিসেম্বর

৭. ধনসম্পদ জমা রাখার স্থানকে খোলাফায়ে রাশেদীনের আমলে কী বলা হতো?

ক. ওজুয়াত খ. বায়তুল মাল

গ. বায়ত ঘ. ধনসম্পদের ঘর

অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৭৭০ সালে দুর্ভিক্ষে এ দেশের এক-তৃতীয়াংশ লোক মারা যায়। দুর্ভিক্ষের ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করার জন্য ইউনিয়ন বোর্ডের তত্ত্বাবধানে একটি প্রতিষ্ঠান গঠন করা হয়। যার নীতি ছিল স্থানীয় ভিত্তিতে স্থানীয় সমস্যার সমাধান।

৮. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির নাম কী?

ক. লঙ্গরখানা খ. ধর্মগোলা

গ. সরাইখানা ঘ. বায়তুল মাল

৯. বাংলা কোন সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?

ক. ১১৭৬ খ. ১২৭৬

গ. ১৩৭৬ ঘ. ১৪৭৬

১০. খাদ্যনিরাপত্তার সঙ্গে যে ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট তা হলো—

i. লঙ্গরখানা ii. বায়তুল মাল

iii. ধর্মগোলা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. আধুনিক সময়ে কল্যাণ রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কী?

ক. সমাজসেবা

খ. সামাজিক উন্নয়ন

গ. সামাজিক পরিবর্তন

ঘ. সামাজিক নিরাপত্তা

১২. সমাজকল্যাণের লক্ষ্য হচ্ছে—

i. সামগ্রিক কল্যাণ করা

ii. মানবসম্পদের উন্নয়ন ঘটানো

iii. অধিকার ও দায়িত্বসচেতন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪. গ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক