Thank you for trying Sticky AMP!!

স্কুল-মাদ্রাসায় ছাত্রপরিষদ নির্বাচন

রঙিন কাগজের নিশান, রঙিন বেলুন দিয়ে স্কুল প্রাঙ্গণ সজ্জিত করে উৎসবমুখর পরিবেশে চলছে ছাত্রপরিষদ (স্টুডেন্টস কেবিনেট) নির্বাচন। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা। সকালে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে তোলা ছবি। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৫ জানুয়ারি । ছবি: দিনার মাহমুদ

দেশের ২২ হাজার ৯২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রপরিষদ নির্বাচন (স্টুডেন্ট কেবিনেট) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল নয়টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বেলা দুইটায়। এরপর ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। এই নির্বাচনে ভোটার ও ভোটগ্রহণ সবই করছে শিক্ষার্থীরা।

এই নির্বাচন দেখতে শিক্ষামন্ত্রী দীপু মনি আজ রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র পরিষদ নির্বাচনে ভোটারদের লম্বা লাইন। আজ শনিবার বেলা ১১ টায়। ছবি: প্রথম আলো

মোট শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৬ হাজার ৩৮৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয় হাজার ৫৪২টি মাদ্রাসা। ২০১৫ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াসহ সাতটি উদ্দেশ্যে নিয়ে এই নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য এই ছাত্রপরিষদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত হয়। এই পরিষদ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও পানি ব্যবস্থাপনাসহ মোট আট ধরনের কাজ করে।