Thank you for trying Sticky AMP!!

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অতিরিক্ত রেজিস্ট্রার ফারুখ কবীর উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার ফজলে রব, অ্যাডভাইজর (স্টুডেন্ট ওয়েলফেয়ার) রেহানা আক্তারসহ সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারী।


পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


এ ছাড়া ১৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে জাতির পিতার জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মারকচিত্রের প্রদর্শনী হয়।