Thank you for trying Sticky AMP!!

হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

৩০. ক্রয়মূল্যের ওপর ৩৩.৩৩% মুনাফা করলে বিক্রয়মূল্যের ওপর কত মুনাফা হবে

ক. ১৪% খ. ১৬%

গ. ২০% ঘ. ২৫%

৩১. ক্রয়মূল্যের ওপর লাভের পরিমাণ ২৫% হলে এবং বিক্রয়ের পরিমাণ যদি ২০,০০০ টাকা হয়; তবে লাভের পরিমাণ কত?

ক. ২,০০০ টাকা

খ. ৩,০০০ টাকা

গ. ৪,০০০ টাকা

ঘ. ৫,০০০ টাকা

৩২. আশিক অ্যান্ড সন্সের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ১৭,৫০০ টাকা; সমাপনী মজুত পণ্য ৭,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্য ৫০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত?

ক. ৯,৫০০ টাকা

খ. ১০,৫ ০০ টাকা

গ. ১৭,০০০ টাকা

ঘ. ১১,০০০ টাকা

৩৩. প্রারম্ভিক মজুত পণ্য ২৫,০০০ টাকা; সমাপনী মজুত পণ্য ১৫,০০০ টাকা; বিক্রীত পণ্যের ব্যয় ৬০,০০০ টাকা। ক্রয়ের পরিমাণ কত?

ক. ৭০,০০০ টাকা

খ. ৫০,০০০ টাকা

গ. ৪৫,০০০ টাকা

ঘ. ৩৫,০০০ টাকা

৩৪. বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা হলে মোট ব্যয়ের ওপর মুনাফার হার কত?

ক. ১৬.৬৭% খ. ২০%

গ. ২৫% ঘ. ৩৩%

৩৫. সুনামের অবলোপন কী?

ক. আয় খ. ক্ষতি

গ. ব্যয় ঘ. সম্পদ

৩৬. অনাদয়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের কী?

ক. আয় খ. দায়

গ. ব্যয় ঘ. সম্ভাব্য ব্যয়

৩৭. নিচের কোনটি অন্যগুলো হতে ভিন্ন?

ক. প্রাথমিক খরচ

খ. বিলম্বিত বিজ্ঞাপন

গ. মেরামত ব্যয়

ঘ. অবলেখকের কমিশন

৩৮. বিক্রয়ের ওপর মূসক কোন ধরনের আইটেম?

ক. দায় খ. সম্পদ

গ. আয় ঘ. ব্যয়

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩০. ঘ ৩১. গ ৩২. খ ৩৩. খ

৩৪. গ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল