Thank you for trying Sticky AMP!!

'ইউজিসি অধ্যাপক' হলেন ৪ গবেষক

ইউজিসি

দেশের চারজন খ্যাতিমান গবেষক ও শিক্ষককে ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে মনোনীত করা হয়েছে। আজ মঙ্গলবার ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে মনোনীতরা হলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ফকরুল আলম ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক খোরশেদ আহম্মদ কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ বি এম আবদুল্লাহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল মান্নান আকন্দ।

গতকাল সোমবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ‘ইউজিসি অধ্যাপক’ করা হয়। একজন সিলেকশন গ্রেড পাওয়া অধ্যাপক সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ‘ইউজিসি অধ্যাপকেরাও’ একই সুযোগ-সুবিধা পাবেন। তাঁরা তাঁদের পছন্দ অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।