Thank you for trying Sticky AMP!!

গুচ্ছ ভর্তি পরীক্ষা এবার সংক্ষিপ্ত সিলেবাসেই

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা

সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। গতকাল রোববার সমন্বিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ইমদাদুল হক প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

উপাচার্য ইমদাদুল হক বলেন, সবশেষ উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা যে সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে, একই সিলেবাসে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার মানবিক শাখা বি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ভর্তি কার্যক্রম শুরু হবে।

২০২২ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে। ১৮০ দিন ক্লাস করিয়ে পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হয়েছিল।

Also Read: বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ড বৃত্তি, দেখুন আবেদনের পদ্ধতি

গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক শাখায় ১০০ নম্বর নৈর্ব্যত্তিক পরীক্ষার মধ্যে বাংলা ও ইংরেজিতে আলাদা আলাদা ৩৫ নম্বরের প্রশ্ন থাকবে এবং বাকি ৩০ নম্বর থাকবে সাধারণ জ্ঞানে।

সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক/ সমমান ও উচ্চমাধ্যমিক/ সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–সংক্রান্ত প্রশ্ন থাকবে।

প্রতিটি ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় শুরু, চলবে বেলা ১টা পর্যন্ত। শিক্ষার্থীদের ১ ঘণ্টার মধ্যে ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক পদ্ধতির পরীক্ষায় অংশ নিতে হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল মেধাক্রমসহ প্রকাশ করা হবে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে।

দেশে ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Also Read: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের আসন বিন্যাস প্রকাশ

পরীক্ষা কবে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে মানবিক বিভাগের, ২৭ মে বিজ্ঞান বিভাগের এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর (পাস নম্বর) পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। শুধু গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা থাকা সাপেক্ষে পছন্দ করা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

Also Read: বাংলাদেশের শিক্ষকদের জন্য আমেরিকার বৃত্তি, আবেদন শেষ আজ রাতেই