Thank you for trying Sticky AMP!!

একাদশের নবীন শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা

২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ২৯ অক্টোবর থেকে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে, চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শিক্ষা বোর্ডসমূহের অওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশে ভর্তির ওয়েবসাইটের কলেজ লগইন প্যানেলে ঢুকতে হবে। এরপর ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেখানে যেসব তথ্য চাওয়া হবে, তা পূরণ করে সাবমিট করলেই রেজিস্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Also Read: এসএসসির ফরম পূরণে সর্বোচ্চ ফি ২১৪০ টাকা

অনলাইনে আবেদন ও ভর্তি শেষে ৮ অক্টোবর চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।

Also Read: নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন, নির্দেশনা স্কুলে যাবে ৭ দিন আগে, শিক্ষার্থীরা জানবে ৩ দিন আগে

Also Read: যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে ১২৫ বৃত্তি, আর্থিক মূল্য পৌনে ৭ লাখ টাকা