Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে মাস্টার অব প্রফেশনাল ফাইন্যান্স (এমপিএফ) প্রোগ্রামের ১৪তম ব্যাচে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে গণিত ও ইংরেজি বিষয়ের ওপর।

Also Read: বাংলাদেশি শিক্ষার্থীরা যে ১০ দেশে অল্প খরচে পড়তে পারেন

আবেদনের যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে মাস্টার অব প্রফেশনাল ফাইন্যান্স (এমপিএফ) প্রোগ্রামে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানে সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ২ দশমিক ৫ থাকতে হবে। পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না। থাকতে হবে এক বছরের চাকরির অভিজ্ঞতা।

আবেদন ফি: আবেদনকারী প্রার্থীদের বিকাশের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৪

ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৪ (শুক্রবার) বেলা ৩টায় (লিখিত) এবং বিকেল ৪টা ৩০ মিনিটে ভাইভা।
আবেদনের বিস্তারিত দেখুন এখানে mpf.financedu.ac.bd/admission

Also Read: শিক্ষাদানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই বৃত্তি নিয়ে আমেরিকায় যাওয়ার সুযোগ