Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স বিভাগের লাইব্রেরির উদ্বোধন আইপিডিসির সহযোগিতায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আইপিডিসি ফাইন্যান্সের সহযোগিতায় তৈরি করা লাইব্রেরি গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

লাইব্রেরিটি শুধুই বিভিন্ন বইসংবলিত একটি ইট-কংক্রিটের কাঠামো নয়, বরং প্রযুক্তি আর সৃজনশীলতার সমন্বয়ে একটি প্রগতিশীল চিন্তাগার, যা হতে পারে আগামী দিনের উদ্ভাবনী কার্যক্রমের দারুণ এক মাধ্যম। এই লাইব্রেরি নির্মাণে আইপিডিসির অংশগ্রহণ শিক্ষার যুগান্তকারী শক্তিতে আইপিডিসির বিশ্বাসের প্রতিফলন। উদ্ভাবন ও তারুণ্যের শক্তিতে বিশ্বাসী আইপিডিসি সব সময়ই তথ্যপ্রযুক্তির হাত ধরে দেশকে আগামীর দিকে এগিয়ে নেওয়ার বিভিন্ন প্রয়াসে অংশগ্রহণ করে থাকে। ব্র্যান্ড হিসেবে প্রযুক্তিগত উন্নয়নের পক্ষে আইপিডিসির যে সহাবস্থান, রোবটিক্স বিভাগের লাইব্রেরি প্রতিষ্ঠায় আইপিডিসির অংশগ্রহণ তারই একটি প্রতিফলন।

Also Read: ৫ হাজার টাকা সহায়তা পাবে স্কুলশিক্ষার্থীরা, আবেদন অনলাইনে

উদ্বোধনী আয়োজনে উপাচার্য এ এস এম মাকসুদ কামাল সমৃদ্ধ এই লাইব্রেরি নির্মাণে আইপিডিসির সহযোগিতার প্রশংসা করেন। উপাচার্য ছাড়া ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হাফিজ মুহম্মদ হাসান বাবু, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সেঁজুতি রহমানসহ বিভিন্ন ডিপার্টমেন্টের আরও কজন সিনিয়র শিক্ষক এই আয়োজনে উপস্থিত হন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার উন্নয়নে অবদান রাখতে আইপিডিসির মতো করপোরেট প্রতিষ্ঠানের যুক্ত হওয়াকে সাধুবাদ জানান। আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (ভারপ্রাপ্ত) রিজওয়ান দাউদ সামসসহ আইপিডিসির আরও কজন উচ্চপদস্থ কর্মকর্তা উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি

Also Read: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু, আইএলটিএসে প্রয়োজন ৬.৫

Also Read: মেডিকেলে ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করে ফল প্রকাশের নির্দেশ