Thank you for trying Sticky AMP!!

পুরস্কার নিচ্ছেন স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থী

চুয়েটে স্থাপত্য উৎসবে নান্দনিকতার ছোঁয়া

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের আয়োজনে বর্ণিল অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে স্থাপত্য উৎসব। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিনটি শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এরপর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম এবং গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।

আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসব

বেলা দুইটায় অনুষ্ঠিত হয় স্থাপত্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরপরই শুরু হয় স্থাপত্যবিষয়ক সেমিনার। সেমিনারে দেশবরেণ্য স্থপতিরা প্রবন্ধ উপস্থাপন করেন। বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব, ফানুস উত্তোলন ও প্রদীপসন্ধ্যা।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। কনসার্টে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড হাইওয়ে ও ইনদালো।

Also Read: অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের ইন্টার্নশিপের গেজেট প্রকাশ, নীতিমালায় যা আছে