Thank you for trying Sticky AMP!!

আগের মতোই সশরীরে ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

আগের নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়

আগের মতোই ২০২০-২১ শিক্ষাবর্ষেও প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সশরীরে উপস্থিতির মাধ্যমে এবং স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গত সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য শেখ আবদুস সালামের সভাপতিত্বে সহ-উপাচার্য শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সব অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টরাও সভায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, আগের নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাকি নিয়মাবলি নির্ধারণ করা হবে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদ, ৩৪ বিভাগ ও সংশ্লিষ্ট উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: ইউএনবি