Thank you for trying Sticky AMP!!

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস : বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

সুভা

১৭. বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল

ক. নদীর পাশে খ. নদীর উপরে

গ. খালের পাশে ঘ. শহরের কাছে

১৮. কাজকর্মের অবসর সময়ে সুভা কোথায় গিয়ে বসে?

ক. প্রতিবেশীদের বাড়িতে

খ. বন্ধুদের আড্ডায়

গ. গাছতলায় ঘ. নদীর তীরে

১৯. কখন মাঝিরা ও জেলেরা খেতে যেত?

ক. সকালে খ. মধ্যাহ্নে

গ. অপরাহ্নে ঘ. রাত্রে

২০. প্রকৃতি কখন বিজনমূর্তি ধারণ করত?

ক. সকালে খ. দুপুরে

গ. বিকালে ঘ. সন্ধ্যায়

২১. সুভা নির্জন দ্বিপ্রহরের মতো—

i. শব্দহীন

ii. সঙ্গীহীন

iii. দৃষ্টিহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও ii

২২. সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?

ক. বাবার খ. মায়ের

গ. প্রতাপের ঘ. প্রকৃতির

আম আটিঁ ভেপু

১. মাতবর ধাঁচের লোকটি হরিহরকে কী মনে করে?

ক. সাধারণ লোক খ. গুণীলোক

গ. গুরুতুল্য লোক ঘ. অসহায় লোক

২. মাতবর ধাঁচের লোকটি কোন গোত্রের ছিল?

ক. ক্ষত্রিয় খ. কায়স্থ

গ. ব্রাহ্মণ ঘ. সদেগাপ

৩. ‘ছেলেটার কাপড় নেই’ আম-আঁটির ভেঁপু গল্পে ‘ছেলেটা’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. হরিহরকে খ. অপুকে

গ. নীলমণিকে ঘ. ভুবন মুখুয্যকে

৪. ‘মেঘমল্লার’ কোন ধরনের রচনা?

ক. উপন্যাস খ. কবিতা

গ. গল্পগ্রন্থ ঘ. প্রবন্ধ

৫. ‘অপরাজিত’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. জসীমউদ্দীন

৬. কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ রবীন্দ্র-পুরস্কারে ভূষিত হন?

ক. অপরাজিত খ. পথের পাঁচালী

গ. আরণ্যক ঘ. ইছামতি

৭. ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ কোন পুরস্কারে ভূষিত হন?

ক. বিশ্বভারতী পুরস্কার

খ. নোবেল পুরস্কার

গ. রবীন্দ্র-পুরস্কার

ঘ. নজরুল পুরস্কার

৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৯০ সালে

খ. ১৮৮৪ সালে

গ. ১৮৯৪ সালে

ঘ. ১৯৯০ সালে

৯. বিভূতিভূষণের গ্রামের নাম কী?

ক. মুরারিপুর খ. মাদারিপুর

গ. হরিপুর ঘ. লক্ষ্মীপুর

সঠিক উত্তর

সুভা: ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ক ২২. ক

আম আটিঁ ভেপু: ১. খ ২. গ ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. ক

*লেখক: মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল