Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাস করল আরও ৩৩ শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল আজ শুক্রবার সকালে প্রকাশ করেছে। এতে অকৃতকার্য আরও ৩৩ পরীক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে এক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

শিক্ষা বোর্ডের তথ্যমতে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ৭ হাজার ৬৯ পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণের পর ৯২ পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। অকৃতকার্য থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হয়েছিল ৬০৯ জনের।
গত ৩০ ডিসেম্বর এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ১২। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, কৃতকার্য হওয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন।

এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮২, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪৪ জন। মানবিক বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৪৭, জিপিএ-৫ পেয়েছে ১৫৬ শিক্ষার্থী।