Thank you for trying Sticky AMP!!

জেএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ২৪ ফেব্রুয়ারি

২০২০ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের (জেএসসি পরীক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্ড এ বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৪ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ডে কোনো ধরনের ভুল হয়ে থাকলে ১৮ মার্চের মধ্যে সংশোধনের জন্য বোর্ডে আবেদন করতে হবে।

রেজিস্ট্রেশন কার্ড নিতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে। আর ৪ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড না নিলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।