Thank you for trying Sticky AMP!!

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৫৪. ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত ভাগ করা যায় কয়টি শ্রেণিতে?

ক. ২ খ. ৩

গ. ৫ ঘ. ৬

৫৫. বাংলাদেশের মোট ভূমির কত ভাগ এলাকা টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত?

ক. ৮ খ. ১০

গ. ১২ ঘ. ১৬

৫৬. প্লাইস্টোসিন যুগের সোপানসমূহকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ৫ খ. ৪

গ. ৩ ঘ. ২

৫৭. ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ছিল?

ক. ০.২৭ একর খ. ০.২৮ একর

গ. ০.২৩ একর ঘ. ০.৩৫ একর

৫৮. বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত?

ক. ০.২৫ একর খ. ০.২৮ একর

গ. ০.২১ একর ঘ. ০.১৫ একর

৫৯. শীতকালে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ কত?

ক. ২৭ ডিগ্রি সে. খ. ২৮ ডিগ্রি সে.

গ. ২৯ ডিগ্রি সে. ঘ. ২৫ ডিগ্রি সে.

৬০. বাংলাদেশে বর্ষাকাল কোন সময়?

ক. জুন-অক্টোবর খ. জানুয়ারি-মে

গ. মে-জানুয়ারি ঘ. ফেব্রুয়ারি-আগস্ট

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫৪. খ ৫৫. গ ৫৬. গ ৫৭. খ ৫৮. ক ৫৯. গ ৬০. গ