Thank you for trying Sticky AMP!!

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১: বাংলা ২য় পত্র | বাক্যের রূপান্তর

প্রশ্ন ৩

১. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)

২. অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, পরে সুখ আসে। (সরল)

৩. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)

৪. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক)

৫. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না। (অস্তিবাচক)

৬. বাংলাদেশের রাজধানীর নাম কী, তা জানতে চাই। (প্রশ্নবোধক)

৭. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল)

৮. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক)

উত্তর

১. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।

২. অনেকের জীবনে দুখের পরে সুখ আসে।

৩. তিনি বিদ্বান বটে, কিন্তু নিরহংকারী।

৪. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।

৫. এ জন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা বলে।

৬. বাংলাদেশের রাজধানীর নাম কী?

৭. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

৮. বিপদ ও দুঃখ একসঙ্গেই আসে।

প্রশ্ন ৪

১. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)

২. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক)

৩. সে দরিদ্র বটে, কিন্তু সত্যবাদী। (জটিল)

৪. যারা জ্ঞানী, তারা সত্যিকার ধনী। (সরল)

৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)

৬. সে একটু বিস্মিত না হয়ে পারে না। (অস্তিবাচক)

৭. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক)

৮. শত্রুতা অনেকের সঙ্গেই থাকে, বন্ধুত্ব থাকে কম মানুষের সঙ্গে। (সরল)

উত্তর

১. সরস্বতী কী বর দেবেন না?

২. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না।

৩. যদিও তিনি দরিদ্র তথাপি তিনি সত্যবাদী।

৪. জ্ঞানীরাই সত্যিকার ধনী।

৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!

৬. সে একটু বিস্মিত হলো।

৭. সন্দেহ থাকে না যে, তুলসীগাছটির কেউ যত্ন নিচ্ছে।

৮. অনেকের সঙ্গে শত্রুতা থাকলেও বন্ধুত্ব থাকে কম মানুষের সঙ্গে।

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন

কবি কাজী নজরুল ইসলাম

ভূমিকা:

বিদ্রোহী ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কবিতা, গান ও লেখায় নিপীড়িত মানুষের মুক্তির বাণী ধ্বনিত হয়েছে।

জন্ম:

১৮৯৯ সালের ২৪ মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বাল্যকাল:

মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়ে দুঃখ-কষ্টে তাঁর বাল্যজীবন অতিবাহিত হয়। চাচার চেষ্টায় গ্রামের মক্তবে বাংলা ছাড়াও আরবি-ফারসিতে তিনি জ্ঞান লাভ করেন। গান-বাজনার দিকে ঝোঁক থাকায় লেখাপড়া ছেড়ে তিনি ‘লেটো’র দলে যোগ দেন। তারপর আসানসোলে এসে এক রুটির দোকানে কাজ নেন। এখানে সময় পেলেই তিনি সুর করে পঁুথি পড়তেন।

ছাত্রজীবন:

ত্রিশালের এক ভদ্রলোক ছিলেন আসানসোলের দারোগা। তিনি নজরুলের প্রতিভার পরিচয় পেয়ে তাঁকে নিজ গ্রাম ময়মনসিংহের দরিরামপুর হাইস্কুলে ভর্তি করিয়ে দেন।

সৈনিক জীবন:

কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে ৪৯ বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। প্রশিক্ষণের জন্য তিনি করাচি গমন করেন এবং অল্পদিনের মধ্যে হাবিলদার পদে উন্নীত হন।

সাহিত্যকর্ম:

মহাযুদ্ধ থেমে গেলে কলকাতায় ফিরে তাঁর কবিজীবন শুরু হয়। তাঁর প্রথম কবিতার নাম ‘মুক্তি’। তাঁর রচিত দোলন-চাঁপা, বুলবুল, ঝিঙেফুল, ভাঙার গান, বিষের বাঁশী, অগ্নিবীণা ইত্যাদি কাব্যগ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। তাছাড়া আলেয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে ইত্যাদি নাটক এবং বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা প্রভৃতি উপন্যাস তাঁর অনন্য সাহিত্য সৃষ্টি। তিনি বহু গান লিখেছেন এবং নিজেই সেগুলোতে সুর দিয়েছেন। এ ছাড়া ধূমকেতু ও লাঙল নামে দুটি পত্রিকার সম্পাদনাও করেন তিনি। মৃত্যু:

কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ আগস্ট মারা যান।

উপসংহার:

বাংলা সাহিত্যে নজরুলের অবদান অনন্য অসাধারণ। কবি নজরুল তাঁর সব লেখায় মানুষের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা