Thank you for trying Sticky AMP!!

এইচএসসিতে ঢাকা কলেজে এবার জিপিএ-৫ কমেছে ২৬৯টি, ফেল ৫

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের এবার জিপিএ-৫ কমেছে ২৬৯টি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় রাজধানীর ঢাকা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাঁচজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছেন। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ৯২ জন। পাস করেছেন ১ হাজার ৮৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৪।

তবে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে এবার গত বছরের চেয়ে পাসের হার কমেছে শূন্য দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ কমেছে ২৬৯টি।

Also Read: এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮.৬৪

আজ রোববার সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করেন। বেলা দুইটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

ঢাকা কলেজে শিক্ষার্থীরা

ঢাকা কলেজের কার্যালয় থেকে সংগৃহীত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এবার এই কলেজে এইচএসসিতে পাসের হার ৯৯ দশমিক ৫৪। গতবার ছিল ৯৯ দশমিক ৮৩ শতাংশ। তার আগের বছর ছিল ৯৯ দশমিক ৯১ শতাংশ। গত বছর পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ১৫৩ পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাড়া সবাই পাস করেছিলেন। এবার ঢাকা কলেজের ১ হাজার ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন অনুপস্থিত ছিলেন আর বাকি তিনজন পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন।
এবার ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৮১২ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৮১ জন। তার আগের বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ১৪৭ জন। ঢাকা কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমছেই।

Also Read: এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমল

এইচএসসি পরীক্ষার ফলাফলের পর ঢাকা কলেজে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি। আজ বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকা কলেজ ক্যাম্পাসে অল্প কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীকে দেখা গেল। কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম মিলনায়তনে ঢাকা কলেজ সায়েন্স ক্লাবের উদ্যোগে নবম আন্তর্জাতিক বিজ্ঞান মেলার আয়োজন চলছিল। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের ভিড় ছিল।

কলেজের টেনিস মাঠে ছিল মেলার মূল আয়োজন। সেখানেও ছিল উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ভিড়।

উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ একজন ছাত্র প্রথম আলোকে বলেন, এখন অনলাইনেই ফল পাওয়া যায় বলে ফলাফল জানতে কলেজে আর আগের মতো ভিড় জমে না। তবে অল্প কিছু শিক্ষার্থী কলেজে নিজেদের ফল জানতে এসেছেন।

ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফের মুঠোফোনে কল করা হলে তিনি জানান, তিনি একটি সভায় আছেন।