Thank you for trying Sticky AMP!!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ১৮ জনের শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৮ শিক্ষার্থীকে শাস্তি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর ২০২০ উপাচার্য মীজানুর রহমানের সভাকক্ষে ‘শৃঙ্খলা কমিটি’র ৫৩তম সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, অপরাধের ধরন অনুযায়ী সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের এক থেকে দুই সেমিস্টার মেয়াদে বহিষ্কারসহ অর্থ জরিমানা করা হয়েছে।