Thank you for trying Sticky AMP!!

জাবির ছুটি বাড়ল, ক্লাস-পরীক্ষা অনলাইনে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

করোনার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এ সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বে চলমান করোনা মাহামারিতে সংক্রমণের ঊর্ধগতির কারণে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ মে থেকে চলবে অনলাইন ক্লাস (উইকেন্ড প্রোগ্রামসহ)। যেসব বিভাগের ৪৫তম ব্যাচের পরীক্ষা এখনো নেওয়া হয়নি, তাদের বিভাগের দেওয়া নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। ২৭ মে শিক্ষা পর্ষদের সভায় অনলাইন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর ৪৫তম ব্যাচ ব্যতীত অন্য সব ব্যাচের পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।