Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে বাদ পড়া শিক্ষার্থীদের সুখবর

প্রতীকী ছবি

০১৯-২০ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বুধবার থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীপ্রতি ৩০৩ টাকা রেজিস্ট্রেশন ফি (বিলম্ব) ধার্য করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে।


গতকাল মঙ্গলবার শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।  


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখের পর কোনোভাবেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না হলে এর দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।