Thank you for trying Sticky AMP!!

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব শেষ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)

দ্বিতীয় দিনের পরীক্ষার মাধ্যমে শেষ হলো ৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) মূল পর্ব। বাংলাদেশ দলের ছয় প্রতিযোগী গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে সাড়ে চার ঘণ্টার পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশে দলের পর্যবেক্ষক তানজীম শরীফ ধারণা করছেন, দেশের প্রতিযোগীরা সবাই দুটি সমস্যা (১ ও ৪ নম্বর) সমাধানে সক্ষম হয়েছেন। ২ ও ৫ নম্বর সমস্যার ক্ষেত্রে একজনের পূর্ণাঙ্গ এবং বাকিদের আংশিক সমাধান গ্রহণযোগ্য হতে পারে। তবে ৩ ও ৬ নম্বর সমস্যা থেকে খুব বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা কম।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী অনলাইন গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। এর মাধ্যমে ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ২৮ সেপ্টেম্বর আইএমওর ফলাফল ঘোষণার কথা রয়েছে।