Thank you for trying Sticky AMP!!

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অতিরিক্ত সচিব নিয়োগে শিক্ষকদের ক্ষোভ

সরকারি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সরব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ফেসবুকে এ পোস্ট দিয়েছেন

অবসরোত্তর ছুটিতে থাকা একজন অতিরিক্ত সচিবকে জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁর এ নিয়োগ নিয়ে আপত্তি তুলেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরা অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সরব হয়েছেন। কোনো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অবসর–উত্তর ছুটিতে থাকা পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নানকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাঁকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের পর থেকেই বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ফেসবুকে সমালোচনা করে মন্তব্য করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক এটিকে বিশ্ববিদ্যালয়ে ‘আমলাতন্ত্র প্রতিষ্ঠার’ প্রক্রিয়ার অংশ বলে অভিযোগ তুলেছেন। তবে এর আগেও এ ধরনের নিয়োগ দেওয়ার উদাহরণ আছে।

বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষও একজন সাবেক অতিরিক্ত সচিব। এ ছাড়া শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, বেসরকারি শিক্ষক নেতাদেরও একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার উদাহরণ আছে। সমালোচনাকারী শিক্ষকেরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমেই পূরণ হওয়া উচিত।