Thank you for trying Sticky AMP!!

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম আলো ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। কাল দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক আবেদন করা যাবে।

২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক থেকে পাস শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩ সহ মোট জিপিএ-৭, বাণিজ্যে ন্যূনতম জিপিএ-৩.৫ সহ মোট জিপিএ-৭.৫০ এবং বিজ্ঞানে ন্যূনতম জিপিএ-৩.৫ সহ মোট জিপিএ-৮ থাকতে হবে।

অনলাইনে প্রাথমিক আবেদনের জন্য ৫৫ টাকা ফি দিতে হবে। প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২ হাজার করে শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৩২০ টাকা ফি দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।