Thank you for trying Sticky AMP!!

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নেতারা

অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নেতারা। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে কর্মসূচি চলে ঘণ্টাব্যাপী। কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিপথগামী হয়ে পড়ছে। লেখাপড়া থেকে পিছিয়ে পড়ছে। এতে শিক্ষার্থীরা ঝরে পড়তে পারে। তাই অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তাঁরা।

সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আর আই এম ওহিদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সহসভাপতি মো. সেলিম হাওলাদার ও মাওলানা গাজী গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আবুল হাসান ব্যাপারী, অর্থ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মো. আবদুল হাকিম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মো, আবদুল রাজ্জাক, সংগঠনের জাতীয় শিক্ষা ফোরামের জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন সিকদার ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. নজরুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচিতে জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা–কর্মীরা একই দাবিতে পৃথক পৃথক ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।