Thank you for trying Sticky AMP!!

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হয়েছেন উদ্ভিদ ও কৌলিত্বত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুনুর রশিদ সুমন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদ ও কৌলিত্বত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুনুর রশিদ সুমন। এর আগের প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মো. হারুনুর রশিদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল কাইউম, কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম, কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুর রহমান এবং কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাবেরা ইয়াসমিন।

গত বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।