Thank you for trying Sticky AMP!!

সবকিছুই খোলা, শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা হবে না

স্বাস্থ্যবিধি মানার সব ব্যবস্থা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন

স্বাস্থ্যবিধি মানার সব ব্যবস্থা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা দেশের সব প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাঁদের মধ্যে হতাশা বাড়ছে বলে উল্লেখ করেন তাঁরা। এ সময় নিজেদের হতাশার কথা বলতে গিয়ে একাধিক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন। এ সময় একই বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, ‘অনলাইনে ক্লাস করে তেমন সুবিধা করতে পারছি না। যেসব শিক্ষার্থীর ল্যাব রয়েছে, তাঁরা আজকে এক বছরের বেশি সময় ধরে ল্যাব ক্লাস করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সবকিছুই যদি স্বাস্থ্যবিধি মোতাবেক খোলা হয়ে থাকে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা হবে না? সেশনজট, লকডাউন মিলিয়ে এক বর্ষেই তিন বছর পার করে ফেলেছি, এখন শুধুই হতাশা বাড়ছে।’

চারুকলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘বলা হয়ে থাকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির বিবেক। আমরা যদি এখন জ্ঞানের কথা চিন্তা না করতে পারি, তাহলে কখনোই উন্নতি সম্ভব না। ২০১৯ সাল থেকে আজ অবধি তৃতীয় বর্ষেই আছি। শপিং মল থেকে শুরু করে সবকিছুই কমবেশি খোলা রয়েছে, বন্ধ রয়েছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান।’

প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের কবির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানতে না পারলে পোশাককর্মীরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে, এটাই বোধগম্য হয় না।’