Thank you for trying Sticky AMP!!

সিরিয়ায় তিনটির একটি স্কুল আর ব্যবহৃত হচ্ছে না

সিরিয়ার এক-তৃতীয়াংশ স্কুল হয় ধ্বংস হয়ে গেছে, না হয় যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত। সিরিয়ার এক-তৃতীয়াংশ স্কুল হয় ধ্বংস হয়ে গেছে, না হয় যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হয় এগুলো ধ্বংস হয়েছে, না হয় সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ গতকাল রোববার এসব কথা জানিয়েছে। ইউনিসেফ বলছে, আগের হিসাব থেকে এ সংখ্যা দ্রুতই বাড়ছে। এর আগের হিসাবে দেশটির এক-তৃতীয়াংশ শিশু শিক্ষাসুবিধা থেকে বঞ্চিত ছিল।

ইউনিসেফ এক বিবৃতিতে বলছে, সিরিয়ায় ১০ বছরের যুদ্ধের কারণে অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে অব্যাহতভাবে বঞ্চিত হচ্ছে। এ সংখ্যা ২৪ লাখের বেশি। সিরিয়ার প্রতি তিনটি স্কুলের একটি আর ব্যবহৃত হচ্ছে না। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ইউনিসেফের প্রধান টেড চাইবান বলেছেন, করোনা মহামারির কারণে ২০২০ সালে এসে এ সংখ্যা দ্রুতই বেড়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। সহিংস এ যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ নিহত এবং যুদ্ধ-পূর্ববর্তী ২ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে।