Thank you for trying Sticky AMP!!

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সন্ধ্যার পর ক্যাম্পাসের বাইরে যেতে বারণ

ফাইল ছবি: প্রথম আলো

সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া ঢাকা কলেজ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে পারবেন না। বাইরে অবস্থানের সময় শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে রাখার জন্য নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন। ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Also Read: আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য আইইএলটিএস রেডি নিয়ে এল ব্রিটিশ কাউন্সিল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অবস্থানকারী ও সব শিক্ষার্থীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের বাহিরে অর্থাৎ মার্কেট, গলিতে বা অন্য কোনো স্থানে অযথা ঘোরাঘুরি করতে পারবে না। প্রয়োজনীয় কাজে কলেজ ক্যাম্পাসের বাইরে অবস্থানকালে কলেজ আইডি কার্ড এবং ছাত্রাবাসের শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ প্রদান করা হলো।’