Thank you for trying Sticky AMP!!

সরকারি কলেজে অধ্যক্ষ হতে আবেদন শুরু ১৬ আগস্ট

শিক্ষা মন্ত্রণালয়

দেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে এ আবেদন শুরু হবে ১৬ আগস্ট, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যক্ষের জন্য ১৪ থেকে ১৬ ব্যাচের অধ্যাপক পদমর্যাদার শিক্ষা ক্যাডার কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

Also Read: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিচ্ছে ৪ ক্যাটাগরির ‘রিসার্চ ফেলোশিপ’

Also Read: এইচএসসিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা, জানাল বোর্ড

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ( ও www.dshe.gov.bd) লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন অধ্যক্ষ পদে পদায়ন পেতে আগ্রহী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। আবেদনগুলো ১ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানদের বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

Also Read: কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন আইইএলটিএসে ৬.৫ হলেই