Thank you for trying Sticky AMP!!

শিক্ষা মন্ত্রণালয়

সমাবর্তনের অজুহাতে শিক্ষার্থীদের সনদ আটকে না রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাবর্তনের আগে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ দেয় না বলে অভিযোগ আছে। তাই বিষয়টি সামনে এলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমাবর্তনের হয়নি এ জন্য শিক্ষার্থীদের সনদ আটকে রাখা যাবে না।গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই।

Also Read: গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন

শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ (স্নাতক/স্নাতকোত্তর) শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ প্রদানে আইনি কোনো বাধা নেই। সুতরাং সমাবর্তন না হওয়া পর্যন্ত সনদ আটকে না রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Also Read: কয়েকটি শর্তে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান