Thank you for trying Sticky AMP!!

অধ্যাপক এস এম মুজিবুর রহমান

ওমানের বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এস এম মুজিবুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এস এম মুজিবুর রহমানকে ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে নিয়োগ দিয়েছে।

এস এম মুজিবুর রহমানের অধ্যাপনা ও গবেষণা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। ১৫ বছর এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর তিনি যোগ দেন সুলতান কাবুস ইউনিভার্সিটিতে। ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি সেখানে বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

পদার্থবিজ্ঞানে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের প্রথম স্বর্ণপদকজয়ী পদার্থবিদ এস এম মুজিবুর রহমান ইতালির আইসিটিপির সিনিয়র অ্যাসোসিয়েট সদস্য। তিনি নিউইয়র্ক একাডেমি অব সায়েন্সের সদস্য। আন্তর্জাতিক মানের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অভিসন্দর্ভের পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন এই শিক্ষাবিদ।

প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন অধ্যাপক মুজিবুর রহমান। তাঁর শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ বিশ্বমানের গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, যা তত্ত্বীয় পদার্থবিজ্ঞানচর্চায় অবদান রেখেছে।