Thank you for trying Sticky AMP!!

অ্যাপলের ভাসমান গোলাকার দোকান

সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস রিসোর্টে ১০ সেপ্টেম্বর একটি দোকান চালু করেছে অ্যাপল। জায়গার নামানুসারে নাম রেখেছে ‘অ্যাপল মেরিনা বে স্যান্ডস’। অ্যাপল তাদের দোকানগুলোকে বলে ‘অ্যাপল স্টোর’। সিঙ্গাপুরে তৃতীয় এবং বিশ্বব্যাপী ৫১২তম হলেও নতুন অ্যাপল স্টোরটি অনেক দিক থেকেই অনন্য। প্রথমত, ভবনটি পানিতে ভাসছে বলে ভ্রম হয়। তা ছাড়া নকশাও গোলাকার। তৈরিতে ১১৪টি কাচের টুকরো ব্যবহার করা হয়েছে।

গ্রাহক এখানে অ্যাপলের পণ্য ও অনুষঙ্গ ব্যবহার করে দেখতে পারবেন। আবার অ্যাপলের কর্মীদের কাছ থেকে কারিগরি সাহায্যও মিলবে
আঁকিয়ে, সংগীতশিল্পী এবং অন্যান্য সৃজনশীল মানুষের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘দ্য ফোরাম’। এর এক পাশে বিশাল ভিডিও পর্দা রয়েছে
তৈরিতে ১১৪টি কাচের টুকরো ব্যবহার করা হয়েছে
রাতে দেখলে মনে হয় যেন জ্বলজ্বলে বিশাল এক গোলক
চালুর আগে থেকেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল অ্যাপল মেরিনা বে স্যান্ডস। ৮ সেপ্টেম্বর
এখানে প্রায় দেড় শ কর্মী কাজ করেন। সবাই মিলে আগন্তুকদের অন্তত ২৩টি ভাষায় অভ্যর্থনা জানাতে পারবেন তাঁরা