Thank you for trying Sticky AMP!!

আগামী বছরে স্মার্টফোনের শীর্ষে থাকবে কারা?

স্মার্টফোন বাজারে বিক্রির দিক থেকে অ্যাপল, স্যামসাং ও শাওমি এগিয়ে

স্মার্টফোনের বাজারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের আগামী বছর ভালো যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও এ বছর স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানে থাকতে পেরেছে প্রতিষ্ঠানটি। তবে আগামী বছর তাদের অবস্থান ধরে রাখা কঠিন হবে।

গবেষণা সংস্থা ডিজিটাইমস রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান থেকে নেমে সাতে চলে যাবে হুয়াওয়ে। এর মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা। এর প্রভাব হুয়াওয়ের স্মার্টফোন বিক্রির ওপরে পড়বে।

ডিজিটাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ড হবে স্যামসাং, অ্যাপল, অপো, ভিভো ও শাওমি।

বিশ্লেষকেরা বলেন, আগামী বছরে শীর্ষ দুই স্থান দখল করে রাখবে স্যামসাং ও অ্যাপল। এর পরের তিন ব্র্যান্ডই হবে চীনা স্মার্টফোন নির্মাতাদের। এরপর ষষ্ঠ অবস্থানেও থাকবে আরেকটি চীনা প্রতিষ্ঠান। চীনের ট্রানশানের তৈরি টেকনো, আইটেল ও ইনফিনিক্স ব্র্যান্ডের সাশ্রয়ী দামের হ্যান্ডসেট দিয়ে আফ্রিকা, দক্ষিণ এশিয়ার বাজারে ভালো করবে প্রতিষ্ঠানটি।

চলতি বছরে মার্কিন যুক্তরাষ্টের নিষেধাজ্ঞায় পড়ে স্মার্টফোনের যন্ত্রাংশ পেতে সমস্যায় পড়তে হয়েছে হুয়াওয়ের। তারপরও প্রতিষ্ঠানটি লড়াই চালিয়ে যাচ্ছে।

অবশ্য আগামী বছর স্মার্টফোন নির্মাতাদের জন্য সুখবর হয়ে আসতে পারে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত স্মার্টফোন বাজার সংকুচিত হলেও আগামী বছর আবার তা ঘুরে দাঁড়াবে। ২০২১ সালে স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধি দুই সংখ্যার ঘরে পৌঁছাবে।

আগামী বছরে স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধি আনবে ৫–জি প্রযুক্তি। সাশ্রয়ী দামের স্মার্টফোনে ৫–জি ও ৪–জি নেটওয়ার্ক সমর্থনের সুবিধা উন্নয়নশীল দেশগুলোর বাজারে আসায় তা স্মার্টফোন বিক্রি বাড়াবে।২০২৩ সাল নাগাদ স্মার্টফোন বিক্রি ১৫০ কোটি ইউনিট ছাড়াতে পারে।

ডিজিটাইমস রিসার্চের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে পুরোনা স্মার্টফোন বদলে ৫–জি প্রযুক্তির স্মার্টফোন নিতে শুরু করবে মানুষ। ৫–জি নেটওয়ার্ক সম্প্রসারণ ও এর আওতা বাড়ায় স্মার্টফোন বিক্রিও বাড়বে।