Thank you for trying Sticky AMP!!

আগ্রাবাদে রায়ানসের নেটওয়ার্কিং পণ্যের মেলা

মেলায় নেটওয়ার্কিং পণ্য দেখছেন এক দর্শনার্থী

রায়ানস কম্পিউটারসের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় ১১ অক্টোবর থেকে নেটওয়ার্ক পণ্যের মেলা শুরু হয়েছে। ৫ দিনের মেলাটি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) চট্টগ্রাম শাখার চেয়ারম্যান মো. সুফিয়ান আলী, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম চৌধুরী, রায়ানসের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম এবং একই জেলার জিইসি শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

চট্টগ্রাম শহরের চৌমুহনীতে অবস্থিত রায়ানসের এই শাখার তৃতীয় তলায় ২৫টির বেশি ব্র্যান্ডের অন্তত এক হাজার পণ্য বিক্রির জন্য রাখা আছে। মেলায় আসুস, সিসকো, ডি-লিংক, গ্রামীণফোন, এইচআইকে-ভিশন, হুয়াওয়ে, মাইক্রোনেট, মাইক্রোটিক, নেটগিয়ার, নেটিস, প্রো-লিংক, টেন্ডা, টিপি-লিংক, টোটো-লিংক, ইউগ্রিন, ভিভানকো, শাওমি, জিক্সেলসহ নানা ব্র্যান্ডের রাউটার, অ্যাকসেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার, নেটওয়ার্ক সুইচ, ল্যান কার্ড, মিডিয়া কনভারটার, নেটওয়ার্ক কেবল, নেটওয়ার্ক স্টোরেজ, এজ মডেম, কানেক্টর, ফেস প্লেট, কেবল ল্যান ক্রিম্পিং টুল, প্যাচ কর্ড, প্যাচ প্যানেল এবং মডিউলারসহ বিভিন্ন নেটওয়ার্ক সরঞ্জাম রয়েছে।