Thank you for trying Sticky AMP!!

আমাদের দরকার মানবিক রূপান্তর: মাইকেল ডেল

মাইকেল ডেল

আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মহামারির সময়ে প্রযুক্তি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন ডেল টেকনোলজিসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডেল। তাঁর মতে, ডিজিটাল রূপান্তর একটি যন্ত্রের মতোই আর এ ক্ষেত্রে ডেটা বা তথ্য হচ্ছে জ্বালানি আর ৫–জি হচ্ছে তার ডিজিটাল পোশাক। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ডেলের নতুন প্রকল্প ‘অ্যাপেক্স’ উদ্বোধন করেন মাইকেল ডেল। এটি মূলত ডেলের সেবাভিত্তিক কৌশল, যাতে গ্রাহকেরা ডেলের স্টোরেজ, সার্ভার, নেটওয়ার্ক, অবকাঠামো ও ক্লাউড সেবা সহজে নিতে পারেন। নতুন এ সেবা উদ্বোধনের সময় মাইকেল ডেল বলেন, ‘আমরা ডিজিটাল রূপান্তরের কথা বলছি। তবে আমার আশা, আমরা মানবিক রূপান্তরও দেখতে পাব। আরও বেশি উদারতা, মানবিকতা ও সহমর্মিতা দেখার আশা করি।’

ডেলের প্রধান নির্বাহী ভার্চ্যুয়াল সম্মেলনে অংশ নিয়ে বলেন, ‘আমাদের মানবিক রূপান্তর দরকার। কারণ গত আট মাসে আমরা কঠিন সত্যের মুখোমুখি হয়েছি। কঠিন কিছু দেখছি এবং কঠিন জীবন যাপন করছি। আমাদের সমাজের স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুযোগ এবং ন্যায়বিচারের সুবিধার ক্ষেত্রে ত্রুটির বিষয়গুলো নাঙ্গা হয়ে গেছে। এ কারণেই সামনে আমাদের সব মানবিকতা, উদারতা ও সহমর্মিতা আরও বেশি করে দরকার। সমাজের বিভাজন দূর করতে সহায়তার পাশাপাশি একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতির জন্য এ ধরনের গুণাবলি এখন প্রয়োজন।’

ডেল তাঁর সহযোগী ও গ্রাহকদের ডিজিটাল রূপান্তরে সাহায্য করতে ‘ক্লাউড কনসোল’ চালু করছেন, যা একাধিক ক্লাউড প্রযুক্তিকে এক ইন্টারফেস থেকে ব্যবস্থাপনার সুযোগ দেবে। এই প্রকল্পটি অ্যাপেক্স প্রকল্পের অংশ হিসেবে কাজ করবে।

মাইকেল ডেল বলেন, ‘যেহেতু বাহ্যিক দুনিয়ায় সবকিছুই বুদ্ধিমান ও সংযুক্ত হয়ে যাচ্ছে, তাই তথ্য প্রাসঙ্গিকতা বিস্ফোরণ অবিরত থাকবে। এখন তথ্যের যুগ এসে গেছে। এ যুগে প্রতিষ্ঠানগুলোকে জিততে হলে ডিজিটাল রূপান্তরে গতি আনতে হবে।’