Thank you for trying Sticky AMP!!

ইনটেলের মডেম ব্যবসা কিনে নিল অ্যাপল

কয়েক মাস ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। ইনটেলের মডেমের ব্যবসা কিনে নেওয়ার ঘোষণা দিল মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। এ জন্য তারা খরচ করেছে ১০০ কোটি মার্কিন ডলার। বাজার বিশ্লেষকেরা বলছেন, ইনটেলের মডেম ব্যবসা কিনে নেওয়ায় অ্যাপলের ৫-জি পরিকল্পনায় সুবিধা হবে। সাম্প্রতিক সময়ে অ্যাপলের হাই প্রোফাইল অধিগ্রহণ হিসেবে ধরা হচ্ছে একে।

অ্যাপলের তথ্য অনুযায়ী, ইনটেলের মডেম ব্যবসা অধিগ্রহণ করায় তাদের ২ হাজার ২০০ কর্মী অ্যাপলে যুক্ত হবেন। এর বাইরে চুক্তি অনুযায়ী মেধাস্বত্ব, যন্ত্রপাতিও অ্যাপল পাবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এ বছরের মধ্যেই চুক্তি সম্পন্ন হবে।

ইনটেলের মডেম ব্যবসা কেনার আগে অ্যাপলের হাতে ১৭ হাজার ওয়্যারলেস প্রযুক্তির পেটেন্ট ছিল। চুক্তির ফলে স্মার্টফোনের জন্য ইনটেলের মডেম ব্যবসা পুরোপুরি অ্যাপলের হাতে চলে আসবে। তবে স্মার্টফোন বাদে পিসি, আইওটি ডিভাইস বা গাড়ির জন্য মডেম বানাতে পারবে ইনটেল।

অ্যাপলের হার্ডওয়্যার প্রযুক্তির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন সোজি বলেন, ‘ইনটেলের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। অ্যাপল পণ্যের প্রতি এ টিমটির আত্মনিয়োগের কথা আমরা আগে থেকেই জানি। ক্রেতাদের হাতে বিশ্বের শ্রেষ্ঠ অভিজ্ঞতা তুলে দেওয়ার ক্ষমতা তাদের আছে। অ্যাপলে এত অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলীদের পাওয়ার বিষয়টি দারুণ কাজে দেবে।’

ইনটেলের প্রধান নির্বাহী বব সোয়ান বলেছেন, ‘এ চুক্তির ফলে ৫-জি প্রযুক্তি উন্নয়নের দিকে আমরা আরও বেশি গুরুত্ব দিতে পারব।’