Thank you for trying Sticky AMP!!

ওয়াই-ফাই সিক্স গিগ প্লাস রাউটার উন্মুক্ত

ওয়াই-ফাই সিক্স গিগ প্লাস রাউটারে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যায়। ছবি: টিপি লিংকের সৌজন্যে

বাড়িতে ও প্রতিষ্ঠানে ব্যবহারের উপযোগী ওয়াই-ফাই সিক্স রাউটার-আর্চার এএক্স সিরিজ বাংলাদেশে উন্মুক্ত করেছে নেটওয়ার্ক প্রযুক্তি প্রতিষ্ঠান টিপি-লিংক। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ইন্টেল হোম ওয়াই-ফাই চিপযুক্ত রাউটারটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এতে ওয়াই-ফাই সিক্স গিগ প্লাস সুবিধা থাকায় দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। দেশে টিপি–লিংকের রাউটার বিপণন করবে এক্সেল টেকনোলজিস।

বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রে সিইএস প্রদর্শনী এবং জাপানের পরে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের বাজারে টিপি-লিংক ওয়াই-ফাই সিক্স রাউটার-আর্চার এএক্স সিরিজ উন্মুক্ত করা হয়।

এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘ডিজিটাল জীবনধারা উপভোগ করতে গ্রাহকের জন্য সর্বশেষ প্রযুক্তি পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।’

টিপি-লিংক এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং বলেন, ‘পিসির জন্য ইন্টেল প্রথম ওয়াই-ফাই সিক্স চালু করে এবং বহু ধরনের পিসি এখন এ প্রযুক্তির সঙ্গে বিশ্বব্যাপী যুক্ত হচ্ছে। ইন্টেলের ওয়াই-ফাই সিক্স প্রযুক্তির সঙ্গে এম্বেড করা টিপি-লিংক আর্চার এএক্স সিরিজ রাউটার গিগ প্লাস গতি সরবরাহ করে। টিপি-লিংকের সঙ্গে ইন্টেলের ঘনিষ্ঠ সহাযোগিতার ফলে যেকোনো জায়গায় যেকোনো সময়ে আমরা অধিকসংখ্যক ব্যবহারকারীকে আরও ভালো সংযোগের সুবিধা দিতে পারব।’