Thank you for trying Sticky AMP!!

দক্ষতার সনদ পাবেন তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করা পেশাজীবীদের দক্ষতা যাচাইয়ের সুযোগ দিতে চালু হয়েছে ‘বিডি স্কিল অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম’। প্ল্যাটফর্মটির সনদ কাজে লাগিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন তরুণ–তরুণীরা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্প এবং বিআইটিএমের যৌথ উদ্যোগে এ প্ল্যাটফর্ম চালু হয়েছে।

প্ল্যাটফর্মটিতে তথ্যপ্রযুক্তি খাতের উপযোগী বিভিন্ন বিষয়ে পরীক্ষার মাধ্যমে দক্ষতা যাচাই করা যাবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল সনদ মিলবে। ফলে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো সনদ পাওয়া ব্যক্তিদের যোগ্যতার বিষয়ে নিশ্চিত হয়ে নিয়োগ দিতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং পিএইচপি অ্যান্ড লারাভেল, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট উইথ এএসপি ডট নেট বিষয়ের ওপরে দক্ষতা যাচাই করা যাবে। আগামী দিনে আরও নতুন নতুন বিষয় যুক্ত হবে। আগ্রহী ব্যক্তিরা https://assessment.bitm.org.bd ঠিকানায় প্রবেশ করে অর্থের বিনিময়ে নিজেদের দক্ষতা যাচাই করতে পারবেন।