Thank you for trying Sticky AMP!!

দেশের তথ্য নিয়ে বাংলাক্যাটের গেম

ফেসবুকভিত্তিক গেম বাংলাদেশ আনলকড এনেছে বাংলাক্যাট

ফেসবুকে ‘বাংলাদেশ আনলকড’ নামের গেম তৈরি করেছে বাংলাক্যাট। গেমটি তৈরির পেছনে সামাজিক উদ্দেশ্য রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যাটারপিলার ইনকরপোরেটেডের অনুমোদিত পরিবেশক বাংলা ট্র্যাক লিমিটেড। বাংলাদেশে এটি বাংলাক্যাট নামে পরিচিত।

বাংলাদেশ আনলকড গেমটির মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাস, ভাষা, স্থান, অর্জন, অর্থনীতি, সমাজব্যবস্থা, খেলাধুলা এবং সমসাময়িক প্রেক্ষাপটের খবর জানানো হবে। গেমটির স্লোগান ‘দেশকে জানুন, নিজেকে চিনুন!’

বাংলাক্যাটের সংবাদ বিজ্ঞপ্তিতে গেমটি সম্পর্কে বলা হয়েছে, প্রশ্নোত্তরভিত্তিক গেমটি খেলতে চাইলে ফেসবুকে অ্যাকাউন্ট থাকতে হবে। এটি কোনো অ্যাপ নয়। তাই আলাদা করে ডাউনলোডের ঝামেলা নেই।