Thank you for trying Sticky AMP!!

নকিয়ার দুই স্মার্টফোন বাজারে

নকিয়ার নতুন স্মার্টফোন ঘোষণা।

দেশের বাজারে নকিয়া ব্র্যান্ডের ৩.২ ও ২.২ মডেলের দুটি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের নতুন স্মার্টফোন বিপণনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নকিয়া ৩.২ মডেলের ফোনটি ৬.২৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত। অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৯ প্রসেসর, ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। এর দাম ১৩ হাজার ৪৯৯ টাকা।

নকিয়া ২.২ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড কিউ রেডি অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এতে কোয়াডকোর মিডিয়াটেক এ২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ফিচার হিসেবে ফেসআনলক, এআই ইমেজিং, সেলফি নচ, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন ফিচার রয়েছে। নকিয়া ২.২–এর ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা ও ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি সংস্করণটির দাম হবে ১২ হাজার ৯৯৯ টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, নকিয়া ৩.২ সংস্করণটি অনলাইন প্ল্যাটফর্ম দারাজে পাওয়া যাবে।